Advertisement

India, RAW টেনে Bangladesh Unrest, Osman Hadi কে সামনে রেখে বড় খেলা?

এই ভিডিওগুলো বাংলাদেশের। সে দেশের ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পরই ছড়িয়ে পড়ে হিংসা। কে এই ওসমান হাদি? শরিফ ওসমান হাদি বাংলাদেশে ইসলামি সংগঠন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। আসন্ন নির্বাচনে ঢাকার নির্দল প্রার্থী ছিলেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পিছনেও ছিল তাঁর ভূমিকা। ভারতবিরোধী কথাবার্তা বলতেন। গত ১২ ডিসেম্বর হাদি ফেসবুকে ভারতের সেভেন সিস্টারকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে একটি ছবিও শেয়ার করেছিলেন। সেদিনই তাঁকে গুলিবিদ্ধ হন হাদি। তিনি ছিলেন রিকশায়। মোটরবাইকে এসে গুলি করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। হাদিকে চিকিৎসার জন্য বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে পড়ে উন্মত্ত জনতা। ওঠে ভারতবিরোধী স্লোগান। প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস ভাঙচুর। অগ্নিসংযোগ। কেন এই হিংসা?

Bangladesh Dhaka unrest Sharif Osman Hadi Death all you need to know

Advertisement
POST A COMMENT