scorecardresearch
 
Advertisement

Bangladesh Flood: জলের নীচে সিলেটের ৮০ শতাংশ এলাকা, বাংলাদেশে বাড়ছে জলভোগান্তি

Bangladesh Flood: জলের নীচে সিলেটের ৮০ শতাংশ এলাকা, বাংলাদেশে বাড়ছে জলভোগান্তি

বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা গুলোতে। কয়েকঘন্টার ব্যবধানে প্লাবিত হয়েছে বেশ কিছু নতুন এলাকা। বেড়েছে জলবন্দি মানুষের সংখ্যা। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার ৫০ লাখ মানুষের বসতভিটে এখন জলের নীচে। বন্ধ হয়ে গেছে ৮০ শতাংশ এলাকার যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার প্রধান শহর সিলেটের সঙ্গে গতকাল বিমান চলাচল বন্ধ হবার পর আজ বন্ধ করা হয়েছে বাস ও রেল চলাচল। একদিকে বন্যার জল, অন্যদিকে আটকে পড়া মানুষ- বিভীষিকাময় অবস্থায় রয়েছেন বানবভাসীরা। মানুষের এই অভাবনীয় দুর্যোগে ও অপরিসীম দুর্ভোগে সকলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্মরণকালের এমন ভয়াবহ বন্যার কবলে পুরেনি সিলেট বিভাগ। সিলেটের বন্যা বাংলাদেশের আগের সব রেকর্ড ভেঙেছে।

Bangladesh Flood 2022 Updates

Advertisement