Bangladesh র General Election আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। ১২ ফেব্রুয়ারি—এই একটি তারিখের দিকে তাকিয়ে আছে দেশ। কিন্তু এই নির্বাচনের আগে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে উঠে এসেছে এক গভীর প্রশ্ন— এই নির্বাচন কি হবে মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তিতে? নাকি অতীতের মতোই ভয়, দমন আর অনাস্থার মধ্য দিয়েই দেশ এগোবে ভোটের দিকে? ঠিক এই সময়েই একটি খোলা চিঠি পাঠিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মানবাধিকার সংস্থা— অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
Bangladesh general election is just weeks away