ডিভোর্সকে সেলিব্রেট করা যেন এখন নতন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আগে যেখানে বিয়েকে সেলিব্রেট করা হতো। ডেসটিনেশন ওয়েডিং বা প্রিওয়েডিং পোস্ট ওয়েডিং শুট। এখন সেই কনসেপ্টটা পাল্টে যাচ্ছে। এখন ডিভোর্সকে সেলিব্রেট করা হচ্ছে। সম্পর্ক ভেঙে গেলে তো মন খারাপ হওয়ার কথা। যন্ত্রণার রেশ অনেকে সামলাতে পারেন না। কিন্তু এখন যেন ডিভোর্স হলে মানুষ হাফ ছেড়ে বাঁচেন। সেই রকমই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে 12 বছর ঘর করার পর 3 সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে স্ত্রী পালাতেই বালতি ভর্তি দুধে স্নান করে শুদ্ধ হলেন স্বামী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্য়ে ভাইরাল হয়েছে।
Bangladesh man take bath by milk after his wife escape with boyfriend