বাংলাদেশে অব্যবস্থা জারি। প্রতিনিয়ত সেখান থেকে উঠে আসছে নিত্যনতুন খবর। এরই মাঝে আরও এক আপডেট পাওয়া যাচ্ছে। বিডি ডাইজেস্টের একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল ২রা জুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা করছেন।
Bangladesh military chiefs to travel to Mecca for Hajj