Advertisement

Bangladesh Quota Movement: চলছে গুলি-পড়ছে বোমা, কোটা বিরোধী আন্দোলন ঘিরে জ্বলছে বাংলাদেশ

কোটা বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। দেশটির বিভিন্ন জায়গায় অশান্তি ও সংঘর্ষ চলছে। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিক ও পড়ুয়াদের জন্য অ্যাডভাইজরি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নাগরিক ও পড়ুয়াদের বাইরে কম বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে তাঁরা এখন রয়েছেন সেখানেই থাকার ও বাইরে চলাফেরা কম করার কথা বলা হয়েছে। অ্যাডভাইজারি জারি করা ছাড়াও বিদেশ মন্ত্রকের তরফে কয়েকটি জরুরি নম্বর চালু করেছে। সেগুলি ২৪ ঘণ্টা চালু থাকবে। জরুরি সাহায্যের প্রয়োজনে সেই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে ভারতীয় হাই কমিশনের তরফে এই নম্বরগুলি চালু করা হয়েছে।

Advertisement
POST A COMMENT