Advertisement

Bangladesher Hindu Hindur Bangladesh Book: 'বাংলাদেশের হিন্দুদের করুণ অবস্থার জন্য দায়ি কারা-কেন আজও হিন্দু-বিরোধী দাঙ্গা হয়?'

'বাংলাদেশের হিন্দুদের করুণ অবস্থার জন্য দায়ি কারা-কেন আজও হিন্দু-বিরোধী দাঙ্গা হয়?', এই প্রশ্ন তুললেন 'বাংলাদেশের হিন্দু হিন্দুর বাংলাদেশ' বইয়ের দুই লেখক দীপ হালদার ও অভিষেক বিশ্বাস। বই প্রকাশ অনুষ্ঠানে দীপ হালদার বলেন, 'ওপার বাংলায় হিন্দুদের করুণ অবস্থার ছবিটা আজও একই। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনও হিন্দুদের অত্যাচার সইতে হয়েছে।' আর এক লেখক অভিষেক বিশ্বাসের কথায়, 'হিন্দুদের উপর অত্যাচারের যে খবর সামনে আসে তা আংশিক। ভিতরে আরও ঘটনা থাকে, যেগুলো লোকে জানতে পারে না। বাংলাদেশের হিন্দুরা ভালো নেই।'

Advertisement
POST A COMMENT