বাংলাদেশে সনাতনী হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই নতুন করে অশান্তির আঁচে পুড়ছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই ঘটনার উত্তাপ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যেও শুরু হয়েছে প্রতিবাদ, আন্দালন। আগেই একবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছিল ভারতের বিদেশমন্ত্রক। শুক্রবার, ২৯ নভেম্বর ফের নতুন করে প্রতিবেশী দেশকে বার্তা দিল বিদেশমন্ত্রক। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আশা করব সে দেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বাংলাদেশ পুলিশের হাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস প্রভু। এই বিষয়ে শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আশা করব চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তাঁর আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে একইসঙ্গে এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের বাণিজ্য বন্ধ হবে না বলেই জানিয়েছেন রণধীর জয়সওয়াল।
Bangladeshi Hindu arrest tension