ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে হিংসা। হামলা চালানো হল প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে। পুড়ে খাক অফিস। আস্ত নেই কিছুই। সেই ধ্বংসস্তূপের সামনেই কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের জনৈক সাংবাদিক।