Advertisement

মুস্তাফিজুরের সঙ্গে BCCI যা করেছে তা অপমানজনক, বলছে BCB

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে BCCI। তা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। BCB এই বিষয় নিয়ে বৈঠক করে। তাঁদের তরফে এক কর্মকর্তা জানান, মুস্তাফিজুরের সঙ্গে যা হয়েছে তা কাম্য নয়। এতে ওই ক্রিকেটারের অপমান করা হয়েছে।

TAGS:
Advertisement
POST A COMMENT