করোনা মহামারির ধাক্কা সামাল দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে আবার ফিরেছে পুরনো মেজাজে। ঈদ-ঊল ফিতরের ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। ঈদের দীর্ঘ ছুটিতে এবার পর্যটকের ভিড়ও বেশি। ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে লাখো পর্যটকের সমাগম এখন। এবার ঈদের ছুটিতে কক্সবাজারে ১০ লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার পর্যন্ত পর্যটকদের ভিড় থাকবে কক্সবাজারে। মূলত ঈদের পরদিন থেকে পর্যটকের আনাগোনা বাড়তে থাকে। সৈকতের ১১টি পয়েন্টসহ হিমছড়ি, ইনানি, রামু, মহেশখালী ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করছেন পর্যটকরা।
Eid holiday After two barren years Cox's Bazar now overflow with tourists