বাংলাদেশে Hindu দের কী অবস্থা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রমশই সেদেশে অত্যাচার বেড়ে চলেছে মৌলবাদীদের। হিন্দুদের উপরে চলছে লাগাতার নির্যাতন। একইসঙ্গে বিগত কিছু দিনে সেদেশে জানে শেষ করা হয়েছে বেশ কয়েকজন হিন্দুকে। এছাড়াও সেদেশে ক্রমাগত চলছে হিন্দু থেকে Muslim করার কাজ। অর্থাৎ হিন্দুদের ধর্মান্তরিক করা হচ্ছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একজন মহিলার বক্তব্য শোনাবো, যাঁকে হিন্দু থেকে মুসলিম করা হয়েছে। ওই মহিলার নাম আসমা সিকদার। চলুন হিন্দু ও মুসলিম ধর্ম সম্পর্কে কী বলছেন ওই মহিলা, শুনে নেওয়া যাক।
Hindu condition and conversion in Bangladesh