একসময় 'ছোট দল' হিসেবে পরিচিত বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলতে চাইত না কোনও বড় ক্রিকেট টিম। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তো কোন ছাড়, পাকিস্তান-এমনকী শ্রীলঙ্কার কাছেও টেস্ট খেলার দেশ হিসেবে পাত্তা পেত না বাংলাদেশ। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ছিলেন ICC-র প্রধান। তিনি নিজে দায়িত্ব নিয়ে সর্বসম্মতিক্রমে ভোট করিয়ে বাংলাদেশকে দিয়েছিলেন টেস্ট স্ট্যাটাস। এমনকি এরপর ভারতই প্রথম টেস্ট খেলেছিল ২০০০ সালের শেষের দিকে বাংলাদেশের বিরুদ্ধে।