আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসতে চায় না বাংলাদেশ। এনিয়ে তাদের অনুরোধ খারিজ করে দিয়েছে আইসিসি। তবে আরও একবার এই অনুরোধ করতে চলেছে বিসিবি। সে দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,'ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও আপোস করব না। শ্রীলঙ্কায় খেলতে চাই। আশা করি আইসিসিকে বোঝাতে সক্ষম হবে'।