আর্থিক চাপে জর্জরিত Bangladesh আরও চাপে পড়ল। বাংলাদেশের বিদেশ থেকে Loan নেওয়ার সীমা বেঁধে দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF। এই ধরনের পদক্ষেপ এই প্রথম বাংলাদেশের উপর প্রয়োগ করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। বলা হয়েছে ২০২৫-২০২৬ অর্থবর্ষে বাংলাদেশ 844 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪ হাজার কোটি টাকার বেশি ঋণ বিদেশ থেকে নিতে পারবে না বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল? জানানো হয়েছে বহিরাগত ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই পদক্ষেপের ফলে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus র চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
IMF sets loan limit for Bangladesh