দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে, India সোমবার Bangladesh থেকে সমস্ত স্থলপথে নিষিদ্ধ আমদানির তালিকায় আরও পাটজাত পণ্য যুক্ত করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার পারদ আবারও চড়েছে। ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে। এখন থেকে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পাটজাত পণ্য ও দড়ির আমদানি স্থলপথে আর হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক টানাপড়েন নতুন মাত্রা পেল। Indian Government র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ থেকে পাট ও সংশ্লিষ্ট ফাইবারজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশের সমস্ত স্থলপথ ও বন্দর রুটে। একমাত্র ব্যতিক্রম হিসাবে অনুমতি থাকবে শুধুমাত্র Maharashtra র নহাভা শেভা বন্দরে।
India bans import of jute products from Bangladesh through all land routes