Advertisement

T20 বিশ্বকাপে বাংলাদেশকে পাক উস্কানি? আসিফ নজরুলের মুখ ফসকে বেরিয়ে গেল!

T20 World Cup এ বাংলাদেশের আদৌ ঠাঁই হবে কিনা, তা নিয়ে অচলাবস্থা এখনও অব্যাহত। পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ এখনও গোঁ ধরে বসে আছে, বিশ্বকাপে তারা ভারতে খেলবে না। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল তো খোলাখুলি পাকিস্তানেরই উদাহরণ টানলেন। বলছেন, 'আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে, এমন কিছু শুনি নাই। ICC যদি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর অযৌক্তিক কোনও শর্ত চাপানোর চেষ্টা করে, আমরা মানবো না। আমাদের অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলাতে বাধ্য করানো হচ্ছে। এর ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায়, আইসিসি ভেন্যু বদল করেছে, সেই উদাহরণ রয়েছে।'

Advertisement
POST A COMMENT