Advertisement

Bangladesh: বাংলাদেশে 150 টাকা কেজি পেঁয়াজ! ঝাঁঝে কাঁদতে কাঁদতে সোজা India র পায়ে Yunus সরকার!

বাংলাদেশের তো ভাঁড়ে মা ভবানীর দশা। আগে বস্ত্র শিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। তা তো ভেগেই গেছে। আর কেউ নতুন করে সেখানে বিনিয়োগের কোনও পরিকল্পনাও রাখতে পারছেনা। উন্নয়নের মান নামতে নামতে সে যে কোন তলানিতে ঠেকেছে, তার ইয়ত্তা নেই। এবার রান্নার অন্যতম সামগ্রী পেঁয়াজ, তাও বাংলাদেশে যেন সোনার মতোই দামী। মানে আপনি মাছ, ডিম, মাংস যাই রাধুন না কেন পেঁয়াজকে আপনি উপেক্ষা করতে পারবেন না। আর এখন সেই পেঁয়াজ সেখানে 200 ছুঁইছুঁই। এবার বিপাকে পড়ে বাংলাদেশ কী আর করবে। অগত্যা সেই ভরসা ভারতই।

Onion price hike in Bangladesh

Advertisement