scorecardresearch
 
Advertisement

Padma Bridge Inaugaration: পদ্মা সেতু চালু হতেই কলকাতা-ঢাকা দূরত্ব কমে হলো অর্ধেক

Padma Bridge Inaugaration: পদ্মা সেতু চালু হতেই কলকাতা-ঢাকা দূরত্ব কমে হলো অর্ধেক

অবশেষে চালু হল বাংলাদেশের বৃহত্তম পদ্মা নদীর উপর পদ্মা সেতু। দোতলা সেতুটির উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন আউড়ে সেতুতে যান চলাচলের সূচনা করেন। এই সেতু তৈরি হতেই কলকাতা থেকে ঢাকার দূরত্ব দেড়শো কিলোমিটার কমছে। আগে পশ্চিমবঙ্গের রাজধানী থেকে ওপার বাংলার রাজধানী ঢাকাতে পৌঁছতে ৪০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো। এখন দূরত্ব দাঁড়ালো মাত্র ২৫০ কিলোমিটার। ৬ কিলোমিটারের বেশি লম্বা এই সেতু দোতলা। একতলায় চলবে বাস এবং যানবাহন। নিচেরতলায় চলবে ট্রেন। আপাতত সড়কপথ চালু করা হচ্ছে। এই সেতুর নকশা এমন করে করা হয়েছে যাতে ভূমিকম্পে কোনও ক্ষতি হবে না। কিছুটা বাঁকা করেই করা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ওই সেতু । সেতুতে গাড়ির সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর ওই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

padma setu reduced distance between kolkata and dhaka

Advertisement