মোদী বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে, তা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়া স্বাভাবিক। আমি আশা করব, ওখানে অবস্থা শীঘ্রই স্বাভাবিক হবে। ১৪০ কোটি দেশবাসীর চিন্তা, ওখানের হিন্দু, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। আমাদের প্রতিবেশী দেশ শান্তির পথে চলুক। আমরা আগামী দিনে বাংলাদেশের বিকাশযাত্রায় সর্বদা শুভচিন্তা রাখব। কারণ, আমরা মানবজাতির ভাল চাই।