Advertisement

Porimoni: রাজ-পরীমনি ফের পাশাপাশি, ছেলে রাজ্যকে নিয়ে হাসিমুখে কাটলেন কেক

শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না পরীমনির। দাম্পত্য জীবন নিয়ে সংবাদমাধ্যমে মুখও খুলেছেন দুজনে। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। আর তাতে ভক্তরা ধারণা করেল, হয়ত সত্যিই ভেঙে যেতে বসেছে রাজ ও পরীমনির সংসার। তবে ভক্তদের চমকে দিলেন রাজ-পরী, আবারও হাসিমুখে একসঙ্গে দেখা গেল দুজনকে। রবিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমনি। ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজও। ওই ভিডিওতে রাজ ও পরীমনিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে।

Advertisement
POST A COMMENT