গণ আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এবার সেখানে শেখ হাসিনার গ্রাফিতি ঘিরে তৈরি হল নয়া চর্চা। জানা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র সংলগ্ন মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা হয়। ঘটনাটি জানাজানি হতেই ছড়ায় চাঞ্চল্য। ছাত্রছাত্রীরা দ্রুত ওই জায়গায় জড়ো হন। পডুয়ারা জানতে পারেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়েই ওই কাজ করা হয়েছে। এরপরেই শুরু হয় বিক্ষোভ। এমনকী প্রক্টরের পদত্যাগও দাবি করেন তাঁরা। পরে অবশ্য সেখানে হাসিনার অপর একটি গ্রাফিতি আঁকা হয়। এদিকে আবার সেখানে সোমবার ৩০ ডিসেম্বর জুতো ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার।
Sheikh Hasina graffiti controversy