Advertisement

Bangladesh News: ঢাকা ফিরছেন Tarique Rahman! Yunus র ভোটের লড়াইয়ে নেমে গেম চেঞ্জ করবেন Khaleda Zia পুত্র?

Bangladesh র রাজনৈতিক ইতিহাসে বড় খবর। প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন BNP নেত্রী Khaleda Zia র ছেলে Tarique Rahman। সূত্রের খবর, সবকিছু ঠাক ঠাক থাকলে ২০২৫-এর নভেম্বরেই তিনি দেশে ফিরতে পারেন। যদিও এবিষয়ে কোনও দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি বিএনপির তরফে। তবে তারেক রহমানের দেশে ফেরার পর তাঁর নিরাপত্তায় যাতে কোনও ফাঁক ফোঁকর না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছেন বিএনপি নেতারা। দলের তরফে তারেকের জন্য একটি বুলেটপ্রুফ SUV কেনার কথা ভাবা হচ্ছে। এমনকী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তারেক রহমান বাংলাদেশে ফিরলে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত দাবিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। কিন্তু দেশে তো ফিরবেন, তবে ২০২৬-এর ফেব্রুয়ারিতে দেশের সাধারণ নির্বাচনে কি লড়বেন তিনি? দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কি অংশ নেবেন তারেক রহমান। এই বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Tarique Rahman set to return to Bangladesh in 2025

Advertisement