বাংলাদেশে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে তাদের দেশ চালানো উচিত। মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি আরও বলেন, 'মহম্মদ ইউনূস অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন। তাঁর এই দেশ চালানোর যোগ্যতা নেই।' তসলিমা হিন্দুদের উপর আক্রমণ নিয়েও সরব হন। অভিযোগ করেন, বাংলাদেেশে মূর্তি ভাঙা হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে।