বাংলাদেশের সবচেয়ে বড় কালীমন্দির ঢাকার ঢাকেশ্বরী মন্দির। হিন্দুদের বিশ্বাস, ভীষণ জাগ্রত ঢাকেশ্বরী কালী। সেই ঢাকেশ্বরী মন্দিরও এবার কট্টরপন্থী মুসলিমদের নিশানায়। এমনিতেই বাংলাদেশজুড়ে হিন্দুদের উপর কীভাবে নির্যাতন চলছে, তা গোটা বিশ্ব দেখছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপরে। এহেন পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দিরে হামলা হলে গোটা বিশ্বের কাছেই মুখ পড়বে মৌলবাদীদের হাতে চলে যাওয়া বাংলাদেশের। তাই আগেভাগেই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হল ইউনূসের প্রশাসন। যার নির্যাস, ঢাকেশ্বরী মন্দির মুড়ে ফেলা হল নিশ্চিদ্র নিরাপত্তায়। একেবারে সশস্ত্র বাহিনী ঘিরে রেখেছে গোটা মন্দির। ঠিক কী পরিস্থিতি, দেখুন Ground Report।