এ বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলেছিল ১২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক (দশম শ্রেণির)পরীক্ষার ফলাফল (WBBSE) এখানে দেখা যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর WBBSE-এর অধীনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাঁরা bangla.aajtak.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন।
এ বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলেছিল ১২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
Madhyamik result 2024- মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবে। সাংবাদিক সম্মেলনের পরে ছাত্র-ছাত্রীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbresults.nic.in/ ও http://wbbse.wb.gov.in/ রেজাল্ট দেখতে পারবে। পরীক্ষার্থীরা bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারেন। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।
প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbbse.org/ লগ ইন করুন।
স্টেপ ১: হোম পেজে দেখতে পাবেন WB 10th result 2024-এর লিঙ্ক রয়েছে।
স্টেপ ২: লিঙ্কে ক্লিক করলে একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।
স্টেপ ৩: সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ দিন।
স্টেপ ৪: এরপরেই মার্কশিট চলে আসবে। ডাউনলোড করে নিতে পারবেন।
স্টেপ ৫: মার্কশিটের প্রিন্ট আউট রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য।