এ বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ২০২৫। পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি ২০২৫।
Board Exam Result 2025- এ বছর বোর্ডের সব পরীক্ষা অফলাইনেই হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination), CBSE, CISCE সহ সব কটি পরীক্ষা মার্চ-এপ্রিল মাসে হয়ে গিয়েছে। এবার রেজাল্ট বেরনোর পালা। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সরাসরি দেখা যাবে https://bangla.aajtak.in এ দেখা যাবে। এছাড়াও অন্যান্য রাজ্যের বোর্ডের পরীক্ষার রেজাল্টও দেখা যাবে আমাদের সাইটে। ছাত্র-ছাত্রীরা আজতক বাংলা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে রোল নম্বর দিলে সরাসরি মার্কশিট ডাউনলোড করতে পারবেন। সবচেয়ে প্রথমেই এই পেজেই সবার প্রথমে মিলবে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 ক্লাস ফলাফল 2025
পশ্চিমবঙ্গ বোর্ড 10 ক্লাস ফলাফল 2025 (West Bengal Madhyamik 10th Result 2025)
পশ্চিমবঙ্গের মাধ্যমিক (দশম শ্রেণির)পরীক্ষার ফলাফল (WBBSE) এখানে দেখা যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর WBBSE-এর অধীনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাঁরা https://bangla.aajtak.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন।
এ বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ২০২৫। পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি ২০২৫।
Madhyamik result 2025- মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২ মে। মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবে। সাংবাদিক সম্মেলনের পরে ছাত্র-ছাত্রীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbresults.nic.in/ ও http://wbbse.wb.gov.in/ রেজাল্ট দেখতে পারবে। পরীক্ষার্থীরা https://bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারেন। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbbse.org/ লগ ইন করুন।
স্টেপ ১: হোম পেজে দেখতে পাবেন WB 10th result 2025-এর লিঙ্ক রয়েছে।
স্টেপ ২: লিঙ্কে ক্লিক করলে একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।
স্টেপ ৩: সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ দিন।
স্টেপ ৪: এরপরেই মার্কশিট চলে আসবে। ডাউনলোড করে নিতে পারবেন।
স্টেপ ৫: মার্কশিটের প্রিন্ট আউট রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য।