scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: এই বলিউড সেলেবরাও নেশায় আচ্ছন্ন থাকতেন

কপিল শর্মা
  • 1/10

কপিল শর্মা
সুনীল গ্রোভারের সঙ্গে তাঁর মাঝ আকাশের ঝগড়া একটি কুখ্যাত পর্ব। মদ্যপ অবস্থায় আরও এমন অনেক কাজ করেছেন কপিল। মদের নেশা এমন স্তরে পৌঁছেছিল যে, তাঁকে রিহ্যাবেও কাটাতে হয় নেশা মুক্তির জন্য।

দিব্যা ভারতী
  • 2/10

দিব্যা ভারতী
নয়ের দশকের ডিভা দিব্যা। ১৪ বছর বয়সে দক্ষিণী সিনেমায় ডেবিউ করেন। ১৫ বছর বয়স থেকে মদ এবং ড্রাগের নেশা করতে শুরু করেন। মাত্র ২৯ বছর বয়সে ৫ এপ্রিল ১৯৯৩ সালে না ফেরার দেশে পাড়ি দেন দিব্যা। ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, সে সময় তিনি মদের নেশার আচ্ছন্ন ছিলেন। তবে তাঁর মৃত্যু নিয়ে একাধিক থিওরি রয়েছে।

প্রতীক বব্বর
  • 3/10

প্রতীক বব্বর
জানে তু ইয়া জানে না, ধোবি ঘাট, এক দিওয়ানা থা-র মতো সিনেমায় অভিনয় করেন প্রতীক। তবে খুব কম বয়সেই ড্রাগের নেশায় বুঁদ থাকতেন। একাধিক সাক্ষাৎকারে এ কথা স্বীকারও করেছেন প্রতীক। নেশা কাটানোর জন্য তাঁকে বেশ কিছু দিন রিহ্যাবে কাটাতে হয়েছে।

Advertisement
মনীষা কৈরালা
  • 4/10

মনীষা কৈরালা
অভিনেত্রীর কেরিয়ার যখন পড়তির দিকে তখন হতাশাগ্রস্ত হয়ে অতিরিক্ত মদ্যপান করতেন। সূত্রের খবর, নেশার কারণে তাঁকে বহু ছবি হারাতে হয়। পরবর্তীকালে এই নেশায় তাঁর শরীরে ক্যানসারের মতো মারণ রোগের জন্ম দেয়। তবে মনে জোরে সেই রোগ কাটিয়ে ওঠেন মনীষা। ক্যানসারকে হারানোর পর সঞ্জু ছবিতে নারগিস দত্তের রোলে দেখা গিয়েছে তাঁকে।

বিজয় রাজ
  • 5/10

বিজয় রাজ
দারুণ অভিনেতা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০০৫ সালে ফিল্মের শুটিংয়ে দুবাই গিয়েছিলেন। সেখানেই এয়ারপোর্টে মাদক-সহ ধরা পড়েন বিজয়। কয়েক সপ্তাহ জেলেও থাকতে হয় তাঁকে। তবে তিনি দাবি করেন, তাঁর কাছে কোনও ড্রেগ মেলেনি। আরবি ভাষায় কী জিজ্ঞাসা করছিল পুলিশ তা তিনি বুঝতে পারেননি।

পারভিন বাবি
  • 6/10

পারভিন বাবি
বলিউডের সর্বকালের অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী। তবে কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীনই প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন পারভিন। তার মধ্যে মদ এবং ড্রাগের নেশা রোগকে আরও বাড়িয়ে তোলে। অভিনেতা ড্যানি এবং পরিচালক মহেশ ভাটের সঙ্গে সম্পর্কও ছিল তাঁর।

কঙ্গনা রানাওয়াত
  • 7/10

কঙ্গনা রানাওয়াত
বরাবরই স্পষ্ট বক্তা। কঙ্গনা অভিযোগ করেছিলেন, বলিউডের ৯০ শতাংশ মানুষই ড্রাগের নেশা করেন। নিজেও খুব কম বয়সে বাড়ি থেকে পালিয়ে মুম্বইয়ে চলে আসেন রুপোলি পর্দায় নায়িকা হওয়ার জন্য। তবে রাস্তা খুব একটা সহজ ছিল না। কেরিয়ার, ব্যক্তিগত জীবন, ড্রাগ সব মিলিয়ে পুরোপুরি হারিয়ে যেতে বসেছিলেন। সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে নিজের মুখে স্বীকারও করেন, তিনি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিলেন। কঙ্গনার প্রাক্তন বয়ফ্রেন্ড অধ্যয়ন সুমন-ও একটি সাক্ষাৎকারে জানান, কঙ্গনা প্রচুর ড্রাগ নিতেন এক সময়। যদিও সে সময় কাটিয়ে উঠেছেন কঙ্গনা। তিনি এখন বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন।

 

Advertisement
ইয়ো ইয়ো হানি সিং
  • 8/10

ইয়ো ইয়ো হানি সিং
নামটির আলাদা কোনও পরিচয়ের প্রয়োজন নেই। কেরিয়ারের তুঙ্গে থাকাকালীনই মদ এবং ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েন হানি সিং। প্রায় বছর খানেক গায়েব হয়ে ছিলেন তিনি। সূত্রের খবর সে সময় রিহ্যাবে ছিলেন। তাঁর ম্যানেজারও বিষয়টি স্পষ্ট করেন, যে হানি সিং এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। ধীরে ধীরে আবার গানের জগতে ফিরেছেন তিনি।

ফারদিন খান
  • 9/10

ফারদিন খান
বলিউডে অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিনের কেরিয়ার তেমন একটা উজ্জ্বল নয়। কয়েকটি হিট ছবিতে তাঁকে দেখা গেলেও অচিরেই ফিল্মের অফার কমে আসতে থাকে। ডিপ্রেশনে কোকেনে আসক্ত হয়ে পড়েন ফারদিন। ২০০১ সালের ৫ মে, কোকেন রাখার অপরাধে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ২০১০ সালে দুলহা মিল গয়া ছবিতে তাঁকে শেষবার দেখা যায়। তার পর থেকে বলিউডের সঙ্গে ফারদিনের সম্পর্কে নেই বললেই চলে।

সঞ্জয় দত্ত
  • 10/10

সঞ্জয় দত্ত
বায়োপিক সঞ্জু-র দৌলতে সকলেই বলিউডের সঞ্জু বাবা-র ড্রাগের নেশার বিষয়ে জেনে গিয়েছেন। আমেরিকায় যখন তাঁকে রিহ্যাবে নিয়ে যাওয়া হয় তিনি সমস্ত ড্রাগের তালিকার পাশে টিক চিহ্ন দিয়েছিলেন। সঞ্জয় জানান, চিকিৎসকরা তাঁকে দেখে অবাক হয়ে যান এটা ভেবে, সঞ্জয় এখনও কী ভাবে জীবিত রয়েছেন। ড্রাগের নেশা কাটলেও তাঁর মদের নেশা সহজে কাটেনি। বলিউডে কাম-ব্যাক করার পরেও মদের নেশার কারণে অসুস্থ হন বহুবার। সম্প্রতি ক্যানসার ধরা পড়েছে তাঁর। এখন তিনি লড়ছেন মারণ রোগের সঙ্গে।

Advertisement