বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, অভিনেতা আমির খানের (Aamir Khan) ছবি 'লগান' (Lagaan) -র ২০ বছর পূর্ণ হল। আমিরের সুপারহিট এবং স্মরণীয় ছবিগুলির মধ্যে একটি হল আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবি। ২০ বছর পূর্তি উপলক্ষে অভিনেতা সাংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করেন। সেখানেই উঠে আসে 'লগান'-র নানা নেপথ্য কাহিনী। সেই সঙ্গে আমির শেয়ার করেন, এক সময়ে তাঁর বাড়িতে কতটা আর্থিক সংকট ছিল।
আমির খান বলেন, তিনি তাঁর বাবা তাহির হুসেনকে অত্যন্ত অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে দেখেছেন ছোটবেলায়। আমিরের বাবা তাহির হুসেন ছিলেন চলচ্চিত্র প্রযোজক। তবে তাঁর সংস্থায় তৈরি কিছু ছবি বক্স অফিসে লাভের মুখ দেখেনি। সেজন্যেই পরিবারে ছিল অভাব। ছেলেবেলায় তাই কোনও দিনই বিলাসিতা দেখেননি তিনি।
তিনি আরও বলেন যে, তাঁর বাবা যখন 'লকেট' ছবিটি বানাচ্ছিলেন তখন কখনও অভিনেতা তো কখনও তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল। সব মিলিয়ে প্রায় ৮ বছর লেগেছে ছবিটি শেষ হতে।
আমির যোগ করেন, "তিনি বড় অঙ্কের দেনায় চলে গিয়েছিলেন সেই সময়। আমি আমার বাবাকে সেই সময় অর্থনৈতিক সমস্যায় ভুগতে দেখেছি। আমি জানি না আপনারা জানেন কিনা, তবে আমরা প্রায় নিঃস্ব হয়ে প্রায় রাস্তায় এসে নেমেছিলাম।"
আমির খানের এখনও সেই সমস্ত দিনগুলির কথা স্পষ্ট মনে আছে, যখন তাঁর বাবার কাছে পাওনাদারেরা ফোন করে টাকা চাইতেন। আর এদিকে তাঁর বাবা সমস্ত টাকা ছবিতে লাগিয়ে বিপুল সমস্যায় ছিলেন।
একটি ঘটনা শেয়ার করে আমির বলেন, "একদিন আমার মা জেগে ছিলেন রাতে এবং আলো জ্বালানো ছিল। আমার বাবা আলমারি খুলে কিছু খুঁজছিলেন। আমার মা তাঁকে জিজ্ঞেস করেন যে, কী খুঁজছেন তিনি। তো তখন তিনি বলেছিলেন, আমার একটি চাকরীর প্রয়োজন, তাই স্নাতক ডিগ্রির সার্টিফিকেট খুঁজছি।"
আমির আবেগপ্রবণ হয়ে বলেন, "একজন ৪০ বছরের লোক তাঁর স্ত্রীকে বলছেন যে, সে তিনি তাঁর স্নাতক ডিগ্রির সার্টিফিকেট খুঁজছেন, চাকরী খুঁজবেন বলে, এরকম পরিস্থিতি এসেছিল।" তিনি আরও জানান যে কীভাবে তাঁর বাবা না চেয়েও ভাগ্যচক্রে চলচ্চিত্র ও বিনোদন জগতেই পা রাখেন।
'লগান' ছবিটিতে আমির খানও অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন। তিনি বলেন, আশুতোষ গোয়ারিকরকেতাঁকে জানান যে ছবির গল্প তাঁর পছন্দ কিন্তু প্রযোজক পাচ্ছেন না তিনি। তখন আমির পরিচালককে জানান, একজন প্রযোজক খুঁজতে, কিন্তু তাঁকে না জানাতে যে আমির এই ছবির জন্য রাজী হয়েছেন। কারণ তিনি চাইতেন না, তাঁর নাম দশুনে কেবল কোনও প্রযোজক ছবিটির সঙ্গে যুক্ত হোক।