scorecardresearch
 
 
বলিউড

ছেলে- মেয়েদের নিয়ে রেস্তোরাঁয় হালকা মেজাজে আমির খান! দেখুন সেই PHOTOS

আমির
  • 1/7

তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। পরিবারকে কাজের ব্যস্ততার মধ্যেও সময় দেন আমির খান। 

আমির ,জুনেইদ ও ইরা
  • 2/7

ছেলে জুনেইদ খান ও মেয়ে ইরা খানকে নিয়ে ব্রান্দ্রার এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন আমির।
 

আমির ,জুনেইদ ও ইরা
  • 3/7

আমিরের ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের দুই ছেলে-মেয়ে ইরা ও জুনেইদ।

আমির ,জুনেইদ ও ইরা
  • 4/7

এদিন ফ্যামিলি টাইম কাটানোর সময়ে তাঁরা তিনজনেই  ছিলেন একেবারে 'ক্যাস্যুয়াল' লুকে। নেভি ব্লু টি -শার্টের সঙ্গে একই রঙের হালকা ট্রাওজার পড়েছেন আমির খান। পায়ে রয়েছে স্লিপার।

আমির ,জুনেইদ ও ইরা
  • 5/7

ইরা হলুদ রঙা টি- শার্টের সঙ্গে পরেছেন কালো হট প্যান্ট। তারও পায়ে রয়েছে স্লিপার। অন্যদিকে জুনেদের পরনে কালো শার্ট ও ধূসর রঙা ট্রাওজার।

আমির ,জুনেইদ ও ইরা
  • 6/7

সম্প্রতি বলিউডে ডেবিউ করতে চলেছেন জুনেইদ। যশরাশ ছবির ব্যানারেই তৈরি হতে চলেছে আমির পুত্রের ছবি 'মহারাজা' ৷ ছবিটির পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা ৷ 

আমির ,জুনেইদ ও ইরা
  • 7/7

যদিও জুনেইদ ও ইরা দুজনেই দীর্ঘদিন যুক্ত রয়েছেন নাটক ও থিয়েটারের সঙ্গে।  মুহূর্তগুলি লেন্সবন্দী করেছেন যোগেন শাহ।