
"নমস্কার আমি বব বিশ্বাস- এক মিনিট!" এই জনপ্রিয় সংলাপ আজও সকলের মনে আছে।

এবারে আর শাশ্বত চট্টোপাধ্যায় নয়, সম্পূর্ণ নতুন ভাবে আসতে চলেছেন মিস্টার বিশ্বাস।

বহু জল্পনা ও কৌতূহলের পর এবার সামনে এল বব বিশ্বাসের লুক।

মাথায় হালকা টাক, এক সাইডে সিঁথি করে আঁচড়ানো চুল, মেদযুক্ত পেট নিয়ে এগিয়ে চলেছেন নতুন বব বিশ্বাস।

সম্প্রতি কলকাতায় চলছে ছবির শুটিং। তার ফাঁকেই ধরা পড়ল নতুন বব বিশ্বাস অভিষেক বচ্চনের লুক।

সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং ও একটি ছোট বাচ্চা ছেলেকে।

করোনার আবহে শ্যুটিংয়ের জন্যেই মেনে চলা হচ্ছে সব রকমের সর্তকতা।

এই ছবিতে একটি ক্যামেও চরিত্রে দেখা যাবে বিদ্যা বাগচি অর্থাৎ বিদ্যা বালনকে।

জানুয়ারিতে খবর চাউর হতেই জল্পনার শীর্ষে উঠেছে ছবিটি। এখন পর্যন্ত অনেকেই মেনে নিতে পারেনি নতুন বব বিশ্বাসকে।

সেই চশমা, সেই ফোন এবং লুক অনেকটাই এক। শোনা যাচ্ছে এই ছবির পরোতে পরোতেও থাকবে রহস্য।

বব বিশ্বাস পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। এই ছবি দিয়েই পরিচালনায় হাতে খড়ি তাঁর।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজনায় আসতে চলেছে ছবিটি।যার চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ নিজেই।

কত গত ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে শ্যুটিং। ময়দান, পাটুলি পঞ্চসায়র, বেনিয়াপুকুর এই এলাকাগুলিতে শ্যুটিং চলবে বলে শোনা যাচ্ছে।

প্রায় ১০ বছর পর নতুন অবতারে বব বিশ্বাস।অভিষেক বচ্চন এবার পুরনো না নতুন কোন মিস্টার বিশ্বাসকে মেনে নেন সেটাই এখন দেখার।