Advertisement
মনোরঞ্জন

'আত্মহত্যা করতে চাই', ভিডিও পোস্ট করে বিতর্ক বাড়ালেন অভিনেতা

Actress accuses Khesarilal of serious allegations
  • 1/9
Actress accuses Khesarilal of serious allegations
  • 2/9
Actress accuses Khesarilal of serious allegations
  • 3/9

পরোক্ষভাবে আত্মহত্যা করার হুমকি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব। তবে তিনি আরও বলেছেন যে তিনি এতটা দুর্বল মানসিকতারও নন। কীভাবে পরিস্থিতির মুখোমুখি হতে হয় তা তিনি জানেন। ভিডিওতে, খেসারী লাল যাদব বলেছেন যে ভোজপুরি সিনে জগতের অনেক লোক তাঁর পিছনে পড়ে আছেন।

Advertisement
Actress accuses Khesarilal of serious allegations
  • 4/9

ভিডিওতে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যেমন বলিউড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়েছে। আমার সঙ্গেও তেমনই আচরণ করা হয়েছে। তবে আমি দুর্বল নই। তাই হঠকারি হয়ে  এরকম কোনও পদক্ষেপ নেব না।

Actress accuses Khesarilal of serious allegations
  • 5/9

যারা এই বিদ্বেষপূর্ণ আচরণ করছেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে অভিনেতা বলেন, "আপনাদের কথায় কিছু যায় আসে না। তবে আমি আপনাদের  জন্য অনেক কিছু করেছি, তাই দয়া করে আমাকে ভালবাসুন। যতটা খারাপ ভাবছেন তেমন খারাপ আমি নই।"

Actress accuses Khesarilal of serious allegations
  • 6/9

অভিনেতা সম্প্রতি কাজল রাঘাওয়ানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। যদিও কাজলের দাবি অভিনেতাই খারাপ কথা বলেছেন তাঁকে।

Actress accuses Khesarilal of serious allegations
  • 7/9


এদিকে অভিনেত্রীর দাবির পাল্টা একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা খেসারী। ভিডিওটিতে কাজলের নাম না রেখেই খেসারী অনেক কিছু বলেছেন। 

Advertisement
Actress accuses Khesarilal of serious allegations
  • 8/9

ওই ভিডিওটিতে বাগযুদ্ধ বন্ধ করে কাজে মনোনিবেশ করতে  বলেছিলেন অভিনেতা। কাজল অবশ্য ব্যাখ্যা দিয়েছিলেন যে, পবন সিংয়ের কারণে খেসারি স্টারডম পেয়েছে।
 

Actress accuses Khesarilal of serious allegations
  • 9/9

যদিও কাজলের এই অভিযোগের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভোজপুরি অভিনেতা। নিজের কাজের খতিয়ানও দিয়েছেন।

Advertisement