অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma) তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন দর্শকদের। একাধিক সাহসী চরিত্রে অভিনয় ছাড়াও বিয়ের আগে মা হওয়া নিয়ে তিনি আলোচনায় থাকেন। এই বছর ৩ ডিসেম্বর, ৪১ বছর পূর্ণ করলেন অভিনেত্রী। জন্মদিনে জানুন কঙ্কনার জীবন সম্পর্কে কিছু অজানা কথা।
২০১০ সালের সেপ্টেম্বর মাসে অভিনেতা রণভীর শোরেকে বিয়ে করেছিলেন কঙ্কনা। তিনি বিয়ের ঠিক কয়েক মাস পরে ২০১১ সালের মার্চ মাসে পুত্র সন্তান 'হারুন'- এর জন্ম দেন অভিনেত্রী। বিয়ের আগে গর্ভাবতী হওয়া নিয়ে অনেক জল্পনা রয়েছে কঙ্কনাকে নিয়ে।
শোনা যায় কঙ্কনা এবং রণভীর ২০০৭ সালে 'আজা নাচ লে' ছবির সেট থেকে কাছাকাছি এসেছিলেন। যা পরে বিয়েতে রূপান্তরিত হয়। তবে এই সম্পর্ক পাঁচ বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১০ সালে তাঁদের বিয়ের পরে, ২০১৫ সাল থেকে দুজন আলাদা থাকা শুরু করেন। এরপর ২০২০ সালের অগস্ট মাসে আইনত বিবাহবিচ্ছেদ হয় এই তারকা জুটির। যদিও বিবাহ বিচ্ছেদের পরে, দুজনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। তাঁদের ছেলে হারুন আপাতত উভয়ই কাস্টডিতে রয়েছে।
১৯৮৩ সালে 'ইন্দিরা' ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয়ে হাতে খড়ি কঙ্কনার। পরে ২০০০ সালে, 'এক জে আছে কন্যা' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। হিন্দি সিনেমায় পা রেখেছিলেন 'পেজ থ্রী' ছবি দিয়ে। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই ছবিটিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কনা।
'ওমকারা' ছবিতেও তিনি এক বিস্ময়কর চরিত্রে অভিনয় করে সেরা সহায়ক অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়েছেন কঙ্কনা। 'ট্র্যাফিক সিগন্যাল', 'লাইফ ইন আ মেট্রো', 'লাগা চুনরি মে দাগ', 'আজা নাচলে', 'ফ্যাশন', 'ওয়েক আপ সিড', 'সাত খুন মাফ' সহ আরও আকাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জ করেছেন তিনি। সম্প্রতি তাঁর অভিনিত 'লিপস্টিক আন্ডার মাই তিনি বোরখা'- তে প্রশংসা কুড়িয়েছেন সকলের।
অন্যদিকে 'গয়নার বাক্স' ছবিতে সোমলতা চরিত্রেও যথেষ্ট নজর কেড়েছেন সকলের। শুধু বাংলা বা হিন্দি নয়, ইংরাজি ছবিগুলিতেও তাঁর অভিনয়ের দক্ষতা দেখেছেন সকলে। মা অপর্ণা সেন পরিচালিত ছবি 'মিস্টার ও মিসেস আইয়ার'-এ মীনাক্ষী আইয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্কনা। ইংরাজিতে এই ছবিতে অভিনয়ের জন্যে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
সম্প্রতি 'ডলি কিট্টি অ্যান্ড হো চামকতে সিতারে' ছবিতে দেখা গেছে কঙ্কনা কে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ভূমি পেডনেকর। গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি।
কঙ্কনার ঝুলিতে রয়েছে একাধিক ভাল ছবি ও পুরস্কার। তথাকথিত কমার্শিয়াল ছবির থেকে একটু অন্য ধারার ছবিতে কাজ করতে পছন্দ করেন তিনি। ছোটবেলা থেকেই মা অপর্ণা সেনের সঙ্গে যেতেন বিদেশের বিভিন্ন ফিল্ম সোসাইটিতে। চলচ্চিত্রের মহলেই বেড়ে ওঠা ছোটবেলা থেকে।
সম্প্রতি কন্টেন্টে সেন্সরশিপ প্রসঙ্গে আজতক বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অপর্ণা সেন জানিয়েছিলেন, "কোনও ঘনিষ্ঠ দৃশ্য বাচ্চাদের খুব একটা ক্ষতি করে বলে আমার মনে হয় না। কারণ যখন কঙ্কনার ১০ বছর বয়স ছিল, মস্কোতে আমার জ্যুরি হিসেবে কাজ ছিল। আমি ওকে নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে। যেই ছবিতে ও দেখতো। বেশি ঘনিষ্ঠ কোনও সিন, ওর একঘেয়ে লাগতো এবং অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়তো। এই বিষয়গুলো বেশি লুকোতে গেলে বাচ্চাদের উল্টে কৌতূহল বেড়ে যায়।"