
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আদিত্য নারায়ণের বিয়ের ছবি। ছেলের বিয়েতে নজর কাড়লেন বাবা উদিত নারায়ণও।

ভিডিওতে দেখা যাচ্ছে ব্যান্ড বাজা বারাতের সঙ্গে বর বেশে আদিত্যর নাচ।

ছেলের বিয়ে বলে কথা....। নাচলেন বাবা-মা উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ ঝা।

ভাইরাল হয়েছে আদিত্য নারায়ণের নাচের এই ভিডিও।

শেরওয়ানি, মাথায় পাগড়ি, গলায় মালার পাশাপাশি হলুদ সানগ্লাসে সেজেছেন আদিত্য নারায়ণ।

করোনার কারণে মাস্কও ব্যবহার করেছেন আদিত্য।

বাবার জন্মদিনে ছেলের বিয়ে। কমলা রঙের শেরওয়ানিতে বার্থ ডে বয় সেজেছেন ছেলের বিয়ে উপলক্ষ্যে।

আদিত্য মা, দীপা নারায়ণও খুব সুন্দর সেজেছেন ছেলের বিয়েতে। গোলাপি শাড়ি, ভাড়ি গয়নায় তিনিও নজর কেড়েছেন।

আদিত্য নারায়ণের প্রি-ওয়েডিং সেলিব্রেশনের ছবিও ভাইরাল হয়েছে এর আগে।

দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়ে হচ্ছে আদিত্য নারায়ণের।