Advertisement
মনোরঞ্জন

প্রকাশ্যে 'Om The Battle Within'- এ আদিত্যর লুক!

  • 1/5

প্রকাশ্যে এল আদিত্য রায় কাপুরের পরবর্তী ছবি 'ওম দ্যা ব্যাটেল উইদিন' (Om The Battle within)- র পোস্টার। একদম নয়া অবতারে আদিত্যর লুক চমকে দিয়েছে সকলকে।  (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 2/5

পোস্টারে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত আদিত্যের সঙ্গে রয়েছে বন্দুক। রুক্ষ, দৃঢ় লুকে অভিনেতাকে দেখে ইন্ডাস্ট্রির অন্যান্যরা প্রশংসায় পঞ্চমুখ তাঁর। আদিত্যর শেয়ার করা পোস্টে কমেন্ট করছেন অভিষেক বচ্চন, সোনাক্ষী সিনহা, রকুল প্রীত সিং, সুরাজ পাঞ্চোলি ছাড়াও আরও অনেকে। আদিত্য ছাড়াও ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জনা সাংঘি। (ছবি সৌজন্য: ট্যুইটার)

  • 3/5

কপিল বর্মা পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে ৩ ডিসেম্বর। শুটিং শুরুর আগে কেক কেটে উদযাপন করেছেন কলাকুশলীরা। সব ঠিক থাকলে আগামী বছরের গ্রীষ্মে মুক্তি পাবে ছবিটি।  (ছবি সৌজন্য: ট্যুইটার)

Advertisement
  • 4/5

অনুরাগ বসু পরিচালিত ওয়েব সিরিজ 'লুডো'-তে সম্প্রতি আদিত্যর অভিনয় দর্শকদের মন জয় করেছে। এর আগে এই বছরই মুক্তি পেয়েছিল তাঁর আরেক ছবি 'সড়ক ২', যেটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 5/5

অন্যদিকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে 'দিল বেচারা' ছবিতে অভিনয় করার পর থেকে কিজি বাসু ওরফে সঞ্জনা সাংঘিকে সকলেই চেনেন। এর আগে 'রকস্টার', 'হিন্দি মিডিয়াম', 'ফুকরে রিটার্নস' ছবিগুলিতে অভিনয় করেছিলেন সঞ্জনা। এছাড়াও বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ তিনি। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement