কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রায় প্রতিবছরই নজর কাড়েন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন।
এবারও তার ব্যতিক্রম হয়নি। কানের রেড কার্পেটে প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে পাওয়া গেল একেবারে মোহময়ী রূপে।
এবার পোশাক হিসেবে শাড়িকে বেছে নিয়েছিলেন ঐশ্বর্যে।
আইভরি রঙের শাড়িতে কানের রেড কার্পেটে ঝলমল করছিলেন বলি নায়িকা।
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার শাড়ি পরে কান মাতালেন ঐশ্বর্য।
তবে এবার কানের রেড কার্পেটে ঐশ্বর্যের লুকর মধ্যে সবচেয়ে আলোচিত হল সিঁথির সিঁদুর।
বচ্চন বধূর সিঁথিতে দেখা গিয়েছে চওড়া সিঁদুর। যা সাম্প্রতিক সময়ে বিশেষ অর্থবহ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করেছে ভারত। ভারতীয় হিন্দু নারীদের সিঁদুরের নামে এই নামকরণ।
কানের রেড কার্পেটে সিঁথিতে সিঁদুর পরে ঐশ্বর্যও কি ভারতীয় হিসেবে অপারেশন সিঁদুরের সাফল্যের উদযাপন করলেন?
অন্য দিকে, একাংশের মতে, গত কয়েক মাস আগে ঐশ্বর্য এবং অভিষেকের বিচ্ছেদের জল্পনা জোরদার ছিল।
সিঁথিতে সিঁদুর পরে বৈবাহিক জীবন নিয়েও কি বিশেষ বার্তা দিতে চাইলেন ঐশ্বর্য? এমনটাও মনে করছেন অনেকে।
তবে এই প্রথম নয়, এর আগেও কয়েক বার শাড়িতে কানের রেড কার্পেট কাঁপিয়েছিলেন ঐশ্বর্য।