scorecardresearch
 
Advertisement
বলিউড

Aishwarya Rai Bachchan Controversies: লিপস্টিকের রঙ থেকে আরাধ্যার ঠোঁটে চুমু খাওয়া! আগেও ট্রোলড হয়েছেন ঐশ্বর্য

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 1/7

সংবাদের শিরোনামে রয়েছেন বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চন। ২০১৬ সালের পানামা পেপারস লিক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে জিজ্ঞাসাবাদ করে। দিল্লিতে ইডি, অভিনেত্রীকে ৬ ঘণ্টা জেরা করে। ইডি-র জিজ্ঞাসাবাদের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় অভিষেক ঘরণী।

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 2/7

তবে এর আগেও বহুবার চর্চায় এসেছেন ঐশ্বর্য। বলিউডের এই নায়িকা, নিজের জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তা সত্ত্বেও তাঁকে ট্রোলিং শিকার হতে হয়েছে বহুবার। কখনও মেয়ের ঠোঁটে চুমু খাওয়া, তো কখনও বেগুনি লিপস্টিক পরার জন্য, বারবার কটাক্ষের মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। 

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 3/7

ঐশ্বর্য রাই বচ্চনকে প্রায়শই দেখা গেছে বিমানবন্দরে মেয়ের হাত ধরে থাকতে। আরাধ্যার হাত সব সময় ধরে থাকার জন্যেও ট্রোলড হয়েছেন ঐশ্বর্য।  

Advertisement
Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 4/7

অভিনেত্রীর একটি ছবি নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে আরাধ্যার ঠোঁটে চুমু খাচ্ছিলেন তিনি। মা-মেয়ের ভালোবাসার এই মুহূর্ত পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
 

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 5/7

ঐশ্বর্যকে বডি শেমিংয়েরও শিকার হতে হয়েছে বহু বার। গর্ভাবস্থার পরে ওজন বৃদ্ধির কারণে ঐশ্বর্যকে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। আরাধ্যার জন্মের পর অনেক ওজন বেড়ে গিয়েছিল তাঁর। আর এভাবেই, কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন তিনি।
 

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 6/7

২০১৭ সালে ঐশ্বর্য রাই কানের রেড কার্পেটে বেগুনি লিপস্টিক পরে সবাইকে চমকে দিয়েছিলেন। খুব কমই দেখা গেছে যখন অভিনেত্রী ফ্যাশন বা স্টাইল নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বেগুনি লিপস্টিকে তাঁকে দেখে যথেষ্ট অবাক হয়েছিলেন সকলে।  
 

Aishwarya Rai Bachchan Controversies trolled many times- ঐশ্বর্য রাই বচ্চন
  • 7/7

২০১৭ সালে ঐশ্বর্য রাই কানের রেড কার্পেটে বেগুনি লিপস্টিক পরে সবাইকে চমকে দিয়েছিলেন। খুব কমই দেখা গেছে যখন অভিনেত্রী ফ্যাশন বা স্টাইল নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বেগুনি লিপস্টিকে তাঁকে দেখে যথেষ্ট অবাক হয়েছিলেন সকলে।  
 

Advertisement