Advertisement
মনোরঞ্জন

Cannes 2022 রেড কার্পেটে ঐশ্বর্যের রূপের ছটায় মোহিত বিশ্ব, PHOTOS

সুন্দরী ঐশ্বর্য
  • 1/8

সুন্দরী শব্দটা বললেই যার নাম তামাম ভারতবাসীর এক কথায় মনে পড়ে, তিনি হলেন, বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই(Miss World Aishwariya Rai)। তাঁর সৌন্দর্যে মুগ্ধ হননি এমন ভারতীয় সম্ভবত একটিও নেই। আপাতত তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) রেড কার্পেট কাঁপাচ্ছেন।

সুন্দরী ঐশ্বর্য
  • 2/8

কানের তৃতীয় দিন রেড কার্পেটে তাঁর এন্ট্রি শানদার ছিল। তাঁর পোশাক, তাঁর স্টাইল, তাঁর অ্যাটিটিউডে মোহিত হয়ে পড়েন গোটা বিশ্বের তাবড় চলচ্চিত্র বিশারদদের স্টানড করে দেয়।

সুন্দরী ঐশ্বর্য
  • 3/8

এর আগে প্রথম ও দ্বিতীয় দিনও তাঁর এন্ট্রি অত্যন্ত আকর্ষণীয় ছিল। তৃতীয় দিন তাঁকে গৌরব গুপ্তার স্কাল্টেড গাউনে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিতে দেখা যায়। যা চেটেপুটে উপভোগ করেন উপস্থিত সকলে। ইন্টারনেটের মাধ্যমে যা এখন ভাইরাল।

Advertisement
সুন্দরী ঐশ্বর্য
  • 4/8

ড্রামেটিক গাউনে ঐশ্বর্য, ড্রামেটিক আই মেক আপ করে হাজির হয়েছিলেন। যাতে শো-এর লেবেল অনেক উঁচু তারে বাধা হয়ে যায়। তিনি রেড কার্পেটে পা রাখতেই গোটা দুনিয়ার নজর তার উপর চলে আসে।

সুন্দরী ঐশ্বর্য
  • 5/8

স্টাইলিশ গাউনে তিনি মিনিমাল জুয়েলারি ক্যারি করছিলেন। যাতে তাকে আকর্ষণীয় লাগছিল। তাঁর স্মাইল ও চোখের দৃষ্টি যেদিকে পড়ে মন্ত্রমুগ্ধের মতো সকলে হিপনোটাইজ হয়ে যাওয়ার মতো হয়েছিল।

সুন্দরী ঐশ্বর্য
  • 6/8

তিনি তাঁর লুকস কমপ্লিট করার জন্য কাঁধে সাইড পার্টিং করে হালকা কার্ল করেছিলেন। যাতে তাঁর উন্নত গ্রীবা আরও উন্নত দেখাচ্ছিল। তাঁর কাছ থেকে যতটা আশা ছিল, তিনি তার চেয়েও এক কদম এগিয়ে দেশকে গর্বিত করেন।

সুন্দরী ঐশ্বর্য
  • 7/8

এর আগে ঐশ্বর্য ভ্যালেন্টিনোর গোলাপি পোশাক পরেছিলেন। যার দাম ছিল ৪ লাখ টাকা। এর সঙ্গে তিনি পিঙ্ক কালারের স্যান্ডেল পরেছিলেন। যা তাঁর পায়ের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিলেন।

Advertisement
সুন্দরী ঐশ্বর্য
  • 8/8

যদিও তা ফ্যানদের একেবারেই পছন্দ হয়নি। তাঁরা তাঁকে ট্রোল করতে শুরু করেন। এখন তাঁর মেক আপের জন্য না কী অন্য় কোনও বিষয়, তা অবশ্য জানা যায়নি।

Advertisement