Advertisement
মনোরঞ্জন

Alankrita Sahai: প্রযোজকের অশ্লীল ইঙ্গিত, ছবি ছাড়লেন এই নায়িকা

অলংকৃতা
  • 1/10

পঞ্জাবি সিনেমায় শীঘ্রই ডেবিউ হতে যাচ্ছিল অলংকৃতা সাহায়-এর। কিন্তু প্রযোজকদের সঙ্গে সমস্যা তৈরি হওয়া সিনেমা ছেড়ে বেরিয়ে এলেন তিনি।

অলংকৃতা
  • 2/10

পঞ্জাবির সিনেমাটির নাম ছিল ফুপ্পড়। অলংকৃতার অভিযোগ, সিনেমায় সেটে অনেক সমস্যা থাকলেও প্রযোজকদের অপেশাদার মনোভাব এবং অশ্লীললতা তিনি মানতে পারেননি।

অলংকৃতা
  • 3/10

সংবাদ মাধ্যমে তিনি বলেন, 'বাকি সবই ঠিকঠাক ছিল। কিন্তু প্রযোজকদের মধ্যে একজন ভীষণ অপেশাদার এবং তার ব্যবহার অত্যন্ত খারাপ ছিল।'

Advertisement
অলংকৃতা
  • 4/10

তিনি আরও বলেন, আমি এর আগেও বহু প্রযোজকদের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন অভিজ্ঞতা এর আগে হয়নি।

অলংকৃতা
  • 5/10

অলংকৃতা জানিয়েছেন, একটা সময় অপেশাদারি মনোভাব গিয়ে দাঁড়ায় অশ্লীলতায়। তার পর আর কাজ করার মতো পরিস্থিতি ছিল না।কারণ তিনি সীমা লঙ্ঘন করেছিলেন।

অলংকৃতা
  • 6/10

কখনও সীমা লঙ্ঘন করা উচিত নয়। সেটা মৌখিক ভাবে হলেও। যদি কেউ আমার সম্পর্কে নোংরা অশ্লীল মন্তব্য করেন তবে কেন তা সহ্য করব। নারী হিসাবে আত্মসম্মান আমার কাছে সব কিছু।

অলংকৃতা
  • 7/10

সেটা রক্ষা করার জন্য আমি সব কিছু করব। ওই ব্যক্তি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নোংরা মানসিকতার ব্যক্তি ছিলেন।

Advertisement
অলংকৃতা
  • 8/10

কারও কাছে টাকা এবং ক্ষমতা থাকলেই সীমা লঙ্ঘন করার লাইসেন্স পেয়ে যান না। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমি যথেষ্ট অপমানিত হয়েছি। কিন্তু এর বেশই সহ্য করা সম্ভব ছিল না।

অলংকৃতা
  • 9/10

তিনি এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হবেন কিনা তা নিয়ে অলংকৃতা জানান, গোটা ঘটনার মেসেজ তাঁর কাছে রয়েছে। তবে তা নিয়ে এখনই কোনও আইনি পদক্ষেপ করতে চান না তিনি।

অলংকৃতা
  • 10/10

ছবি সৌজন্য অলংকৃতা সাহায়-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement