scorecardresearch
 
বলিউড

খুদে আসবে ঘরে, অনিতার অনুষ্ঠানে আয়োজক একতা, দেখুন PHOTOS

1
  • 1/8

খুব শীঘ্রই মা হতে চলেছেন অনিতা হাসনন্দানি। প্রায় ৪০ বছরের অনিতার মনে খুশির ফোয়ারা। (ছবি-ইনস্টাগ্রাম)

2
  • 2/8

বিয়ের প্রায় ৭ বছর পর দুই থেকে তিন হচ্ছেন অনিতা ও রোহিত রেড্ডি। তাঁর বেবি সাওয়ারের আয়োজন করেছিলেন বন্ধু, টেলিভিশন প্রযোজক, নির্দেশক একতা কাপুর। (ছবি-ইনস্টাগ্রাম)
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

3
  • 3/8

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনিতার সাধের ছবি। হলুদ ড্রেসে অনিতা। একতা কাপুরও শেয়ার করেছেন ভিডিও। (ছবি-ইনস্টাগ্রাম)
 

4
  • 4/8

অনিতার এই আনন্দের দিনে হাজির তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। হাজির ছিলেন, করিশমা তান্না, ক্রিস্টেল ডিসুজা, সানায়া সহ আরও অনেকে। (ছবি-ইনস্টাগ্রাম)
 

5
  • 5/8

প্রত্যেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন ছবি। আর প্রত্যেকের ছবিতেই অনিতাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক মানুষ। (ছবি-ইনস্টাগ্রাম)
 

6
  • 6/8

এর আগে সন্তান আসার খবরও নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন অনিতা এবং রোহিত। (ছবি-ইনস্টাগ্রাম)

7
  • 7/8

কেকে কেটে সুন্দর মুহূর্তকে উদযাপন করতে দেখা যায় অনিতাকে। (ছবি-ইনস্টাগ্রাম)

8
  • 8/8

সাধের দিনে অনিতাকে আরও উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছিল, যা প্রতিটি ছবিতে স্পষ্ট। (ছবি-ইনস্টাগ্রাম)