Advertisement
মনোরঞ্জন

ভামিকাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে 'বিরুষ্কা', দেখুন সেই Exclusive PHOTOS

  • 1/8

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ সিজন চলছে। সব দলই মাঠে একে অপরকে জোড়দার টেক্কা দিচ্ছে। চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)- কে হারিয়ে বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলটি এখন মুম্বইতে ফিরে গেছে। সোমবার আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল, স্ত্রী- অভিনেত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকার সঙ্গে বিমানবন্দরে। তাঁদের বেশ কিছু সেখান থেকে লেন্সবন্দী হয়েছে। (ছবি: যোগেন শাহ) 

  • 2/8

অনুষ্কা ও বিরাট দুজনের মুখেই মাস্ক ছাড়াও ফেস শিল্ড ছিল। একরত্তি ভামিকাকে বুকে বেবি কেরিয়ারে রেখেছিলেন নায়িকা। এক হাতে মেয়েকে ধরেছিলেন ও আরেক হাতে একটি ছোট্ট কাপড়ের ব্যাগ ছিল অনুষ্কার। (ছবি: যোগেন শাহ) 

  • 3/8

ডেনিম ব্লু জিন্সের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন অনুষ্কা শর্মা। ছবি দেখলেই বোঝা যায় কতটা মাতৃ স্নেহে ছোট্ট সন্তানকে আগলে রেখেছেন অভিনেত্রী। (ছবি: যোগেন শাহ) 

Advertisement
  • 4/8

অন্যদিকে বিরাটের পরনে কালো-লাল পোলো টি শার্ট ও কালো শর্টস। তাঁর হাতে রয়েছে ট্রলি ব্যাগ। (ছবি: যোগেন শাহ) 

  • 5/8

'বিরুষ্কা  ছাড়াও এদিন বিমানবন্দরে দেখা গেল এবি ডি’ভিলিয়ার্সকে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও কোলের ছোট্ট মেয়ে। (ছবি: যোগেন শাহ)

  • 6/8

মা হওয়ার কয়েক মাস পর অনুষ্কা সেটে ফিরেছেন। সম্প্রতি তিনি নিজের শ্যুটিং লোকেশন থেকেই মেকআপ করার এমন একটি ছবি শেয়ার করেছেন। এমনকি ভ্যানিটি ভ্যান থেকে বের হওয়ার সময়ে তাঁর ছবি ভাইরাল হয়। 

  • 7/8

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা প্রায়শই তাঁর পুরানো স্মৃতি ফ্যানেদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি, বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি থ্রোব্যাক ভিডিয়ো বেশ নজর কেড়েছে সকলের। যেখানে দেখা যাছে তিনি বিরাটকে তুলে নিজে কতটা শক্তিশালী তা দেখাচ্ছেন । 
 

Advertisement
  • 8/8

বর্তমানে অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা থেকে 'কোয়ালা'- র কাজ চলেছে। এই ছবির মাধ্যমে ইরফান খানের ছেলে বাবিল খান বলিউডে পা রাখতে চলেছেন। এছাড়াও রয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement