scorecardresearch
 
Advertisement
বলিউড

এক বাচ্চার মাকে ডেট! 'মালাইকার অতীতকে সম্মান করি' বললেন অর্জুন

ডেট
  • 1/9

মালাইকার অরোরা এবং অর্জুন কাপুর। বলিউডিরে অন্যতম পাওয়ার কাপল। সব সময় কোনও না কোনও বিষয়ে চর্চায় থাকেন দুজনে। আপাতত দীর্ঘ দিন ধরে তাঁদের বিয়ের জল্পনা নিয়ে খবরের শিরোনামে রয়েছেন এঁরা।

ডেট
  • 2/9

২০১৯ সালে এঁরা নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি জানিয়ে দেন। তার কিছু দিন আগে মালাইকা প্রাক্তন স্বামী অভিনেতা আরবাজ খানের থেকে ডিভোর্স নেন। তার পর থেকে জল্পনা নতুন করে উস্কে ওঠে। তবে করোনা সংক্রমণের কারণে আপাতত বিয়ের পরিকল্পনা নেই। সাম্প্রতিক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে কথা বলেন অর্জুন।

ডেট
  • 3/9

একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অর্জুনকে জিজ্ঞাসা করা হয় বয়সে বড় এক সন্তানে মাকে ডেট করা নিয়ে তিনি কী ভাবেন। অর্জুন বলেন, 'সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা আমি পছন্দ করি না। আমার মনে হয় আমাদের সকলকে সঙ্গীকে এবং তাঁর অতীতকে সম্মান করা উচিত।'

Advertisement
ডেট
  • 4/9

তিনি আরও বলেন, 'আমরা এমন পরিস্থিতিতে বাস করি যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া হয়। যার কুপ্রভাব সন্তানের উপরও পড়ে।' মালাইকা এবং আরবাজের এক পুত্র সন্তানও রয়েছে। যে মায়ের সঙ্গেই থাকে। তার নাম আরহান খান।

ডেট
  • 5/9

অর্জুন বলেন, 'সম্পর্কে আমি কিছু সীমারেখা তৈরি করেছি। আমি সব সময় এমন কিছু করি যাতে মালাইকা কমফর্টেবল থাকে। আমার কেরিয়ার এবং সম্পর্কের মধ্যে যাতে কোনও দ্বন্দ্ব না হয় সে চেষ্টা করি।'

ডেট
  • 6/9

'আমরা দুজনেই এ বিষয়ে কথা বলতে পারি। আমরা বেশ কমফর্টেবল। সম্পর্ক নিয়ে আমরা কখনও কম্পিকেটেড কিছু করিনি।'

ডেট
  • 7/9

অর্জুন সাক্ষাৎকারে জানান, তাঁরা যদি বিয়ে করতে চাইতেন সে ক্ষেত্রে করোনা ভাইরাস সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াত।

Advertisement
ডেট
  • 8/9

তিনি জানিয়েছেন, বিয়ের বিষয়ে এখনও কিছু ভাবেননি। যখন ভাববেন তখন এটা নিয়ে প্রকাশ্যেই কথা বলবেন।

ডেট
  • 9/9

ছবি সৌজন্য অর্জুন-মালাইকার ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement