Advertisement
মনোরঞ্জন

Ananya Pandey on Aryan Khan Drug Case: সুহানার বেস্ট ফ্রেন্ড অনন্যা, আরিয়ানের সঙ্গে ড্রাগস চ্যাট?

  • 1/11

২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে উত্তাল বলিউড। স্বজনপোষণ থেকে শুরু করে ড্রাগ, উঠে এসেছে নানা তথ্য। সম্প্রতি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ক্রুশ ড্রাগ কাণ্ড নিয়ে চর্চা তুঙ্গে। 
 

  • 2/11

বৃহস্পতিবার সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান কিং খান। তারপরই অভিনেতার বাড়ি 'মন্নত'-এ তল্লাসি অভিযান চালানো হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

  • 3/11

একে একে এই ঘটনায় জড়াচ্ছে আরও নাম। অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাসি অভিযান চালাতে পৌঁছায় এনসিবি আধিকারিকরা। আগেই তাঁকে সমন পাঠানো হয়েছিল। 

Advertisement
  • 4/11

ইতিমধ্যে অভিনেতা চাঙ্কি পাণ্ডের তনয়া অনন্যার ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। ড্রাগ কাণ্ডে তাঁর নাম উঠে আসা এই ঘটনায় একটা বড় মোড়। 
 

  • 5/11

শোনা যাচ্ছে, আরিয়ানের খানের হোয়াটস অ্যাপ চ্যাটের থেকেই উঠে এসেছে অনন্যার নাম। এর আগেও আরিয়ান -অনন্যার ড্রাগ সংক্রান্ত বিভিন্ন চ্যাট পাওয়া গেছে। 
 

  • 6/11

মনে করা হচ্ছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে, একাধিক তথ্য সামনে আসবে এই আলোচিত ঘটনার। 
 

  • 7/11

মনে করা হচ্ছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে, একাধিক তথ্য সামনে আসবে এই আলোচিত ঘটনার। 
 

Advertisement
  • 8/11

 ছোটবেলা থেকেই এই বি-টাউন স্টারকিডরা একে অপরের খুবই ঘনিষ্ঠ। 

  • 9/11

পার্টি থেকে শুরু করে ভ্যাকেশন বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি বিশেষভাবে ফটোশ্যুটও করেছেন সুহানা -অনন্যা। 

  • 10/11

 বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ জিজ্ঞাসাবাদ করা হবে অনন্যাকে। তবে এই ধরণের যে কোনও বড় ঘটনায় অভিযুক্তদের কাছের মানুষ সহ একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

  • 11/11

তাই অনন্যাকে জেরা করার পর ঠিক কী তথ্য উঠে আসবে, আশা করা যায় তা জানা যাবে খুব শীঘ্রই। 
 

Advertisement