আজই সেই দিন, যেদিন সুনীল শেঠি কন্যা আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটর কেএল রাহুল সাত পাকে বাঁধা পড়বেন। আথিয়া-রাহুলের বিয়ের অনুষ্ঠান খুবই সাদামাটাভাবে হতে চলেছে সুনীল শেঠির খণ্ডালার ফার্ম হাউজে। গতরাতে সঙ্গীতের জাঁকজমক অনুষ্ঠান ছিল আর আজকে বিয়ে।
বিয়ের দিন আথিয়া ও কেএল রাহুল কী ধরনের পোশাক পরবে সেটা নিয়ে একাধিক রিপোর্টে বলা হয়েছে যে তাঁরা লাল নয় বরং নিজেদের বিশেষ দিনে সাদা ও গোল্ডেন রঙের পোশাক পরতে চলেছেন। আথিয়া-কেএল রাহুল সব্যসাচী ডিজাইন করা বিয়ের পোশাকে সেজে উঠবেন বলে জানা যাচ্ছে।
আথিয়া ও কেএল রাহুল দুজনেই দক্ষিণ ভারতের বাসিন্দা হওয়ায় তাঁদের বিয়ের মেনুতে দক্ষিণ ভারতীয় খাবারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিয়েতে উপস্থিত অতিথিদের প্লেটে নয় বরং দক্ষিণ ভারতীয় রীতি মেনে কলাপাতায় খেতে দেওয়া হবে।
একাধিক রিপোর্টে দাবী করা হয়েছে যে আথিয়া ও কেএল রাহুল আজ বিকেল ৪টের সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়বেন। বিয়ের সব রীতি-রেওয়াজের পরই তাঁরা সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পাপারাৎজি ও সংবাদমাধ্যমের সামনে আসবেন।
জানা যাচ্ছে, খণ্ডালাতে আথিয়া-রাহুলের বিয়েতে সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনী সহ বেশ কিছু ভিআইপি অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ দিতে আসতে পারেন।
বিয়ে খণ্ডালার বাড়িতে হলেও সাদামাটা বিয়ের পর রাহুল ও আথিয়া শেঠি মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন করবেন। যেখানে বলিউড, ক্রিকেট, বিজনেস ও রাজনীতি থেকে একাধিক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে যে রিসেপশনে ৩ হাজার অতিথি সমাগম হতে পারে।
গত বছর থেকেই আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে সকলের কৌতুহল ছিল তুঙ্গে। একাধিকবার এই নিয়ে সুনীল শেঠিকে জিজ্ঞাসা করলে তিনি বিয়ের তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি। তবে গত বছরের শেষের দিক থেকে জানুয়ারিতে এই যুগল বিয়ে করবেন বলে জানা যাচ্ছিল।