scorecardresearch
 
Advertisement
বলিউড

Bappi Lahiri's Prayer Meet: বাপ্পি লাহিড়ীর শোকসভায় কান্নায় ভেঙে পড়লেন মেয়ে রেমা! ডিস্কো কিং-কে শ্রদ্ধা জানাতে হাজির তারকারা

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 1/10

গত ১৬ ফেব্রুয়ারি প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ডিস্কো কিং-র প্রয়াণের এক সপ্তাহ পর বুধবার একটি শোকসভার আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা। 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 2/10

মুম্বইয়ের ইস্কনে আয়োজন করা হয়েছিল এই শোকসভার। বাপ্পি লাহিড়ীর দুই সন্তান- রেমা লাহিড়ী ও বাপ্পা লাহিড়ী এদিন উপস্থিত ছিলেন সেখানে। 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 3/10

বাবার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিমা। এদিন সকলের সামনেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। 

Advertisement
Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 4/10

কিংবদন্তী সুরকার- গায়কের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহল তথা সঙ্গীতপ্রেমীদের মধ্যে। এদিন তাঁর শোকসভায় হাজির ছিলেন একাধিক বলিউড শিল্পীরা। 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 5/10

মা শিভাঙ্গি কাপুর ও ভাইয়ের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 6/10

এছাড়াও এদিনের শোকসভায় দেখা গেল ইলা অরুণ, অলকা ইয়াগনিক, শর্বানি মুখোপাধ্যায়, বিদ্যা বালন, জান কুমার সানু সহ আরও একাধিক তারকাদের। 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 7/10

গত মঙ্গলবার রাতেই শারীরিক অবস্থার অবনতি হয় বাপ্পি লাহিড়ীর। 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)' -তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'ডিস্কো কিং'। 
 

Advertisement
Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 8/10

সাত-আটের দশকে একাধিক বলিউড সুপারহিট গানের স্রষ্টা ছিলেন বাপ্পি লাহিড়ী। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবির ‘ভাঙ্গাস’ গানটি তাঁর শেষ গান।

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 9/10

১৯৭৩ সালে হিন্দি ভাষায় নির্মিত 'নানহা শিকারী' ছবিতে বাপ্পি লাহিড়ী প্রথম গান রচনা করেন।  এরপর তাহির হুসেনের 'জখমী' (১৯৭৫) ছবিতে কাজের মাধ্যমে সকলের নজরে আসেন তিনি। 
 

Bappi Lahiri Prayer Meet at mumbai ISKCON- বাপ্পি লাহিড়ীর শোকসভা
  • 10/10

 সমস্ত ছবি সৌজন্য: যোগেন শাহ  

Advertisement