অভিষেক বচ্চনের থেকে দু বছরের বড় ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু বয়সের ফারাক তাদের মধ্যে কোনও বৈরিতা আনতে পারেনি। তাদের এক মেয়ের রয়েছে আরাধ্যা। তাদের বৈবাহিক জীবন এখনও পর্যন্ত বেশ সুখের।
নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়ার থেকে দশ বছরের ছোট। কিন্তু বয়সের কারণে তাদের মধ্যে কোনও সমস্যা হয়নি। ২০১৮ সালে ডিসেম্বরে বিয়ে করেছিলেন তাঁরা এবং এখনও পর্যন্ত তাদের সুখী দাম্পত্য বজায় আছে।
অর্চনা পূরণ সিং, তাঁর স্বামী পরমিত শেঠির থেকে সাত বছরের বড়। ১৯৯২ সালে বিয়ে করেছিলেন দুজনে। এখনও একে অপরের সঙ্গে আনন্দের সঙ্গে রয়েছেন।
অভিনেতা কুণাল খেমু, অভিনেতা সোহা আলি খানের থেকে পাঁচ বছরের ছোট। বিয়ের আগে দুজনে লিভইন সম্পর্কেও ছিলেন। ২০১৫ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তাদের একমাত্র মেয়ে ইনায়া নাওমি খেমু।
অমৃতা সিংয়ের থেকে ১২ বছরের ছোট ছিলেন সইফ আলি খান। ১৯৯১ সালে বিয়ে করেছিলেন দুই অভিনেতা। ২০০৪ সালে বিচ্ছেদও হয়ে যায় তাদের। তারপরে নিজের থেকে ১০ বছরের ছোট করিনা কাপুরকে বিয়ে করেন সইফ।
বিপাাশা বসু ও করণ সিং গ্রোভারের মধ্যে তিন বছরের তফাৎ। করণের থেকে বছর তিনেকের বড় বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি। যদিও করণের এটা তৃতীয় বিয়ে।
কেবল নেহা ও রোহনপ্রীতই নন, বলিউডের বেশকিছু জনপ্রিয় মুখেরা বিয়ে করেছেন তাদের থেকে বয়সে ছোট পাত্রকে। এদিন নেহা-রোহনপ্রীতের বিয়ের খবর নিয়ে কোনও অফিসিয়াল তথ্য এখনও সামনে আসেনি।