scorecardresearch
 
Advertisement
বলিউড

শাহরুখ থেকে আলিয়া! ফোর্বসের তালিকায় রাজত্ব করছে বি-টাউন

Forbes
  • 1/8

প্রতি বছর এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটিদের নিয়ে তালিকা তৈরি করে ফোর্বস। সবচেয়ে বেশি অর্থ উপার্জন থেকে জনপ্রিয়তার প্রতিটি দিক বিচার করেই একটি তালিকা তৈরি করা হয়। এবার এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকায় এখন অনেক বলিউড তারকারাই জায়গা করে নিয়েছে। 

Forbes
  • 2/8

অমিতাভ বচ্চনের জন্য অবশ্য এই তালিকায় আসা নতুন কিছু নয়। সামাজিক মাধ্যম থেকে সামাজিক কাজে এই তারকা নিজেদের সবভাবেই ব্যস্ত রাখেন। করোনার সময় দু:স্থ ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অমিতাভ বচ্চনের যে প্রয়াস ছিল তাঁকে কুর্নিস জানিয়েই মেগাস্টারকে এই তালিকায় রাখা হয়েছে।

Forbes
  • 3/8

রয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। সম্প্রতি তাঁর ছবি লক্ষ্মী বম্ব নিয়ে শোরগোল উঠেছিল। তবে সামাজিক কাজে তাঁর জুড়ি মেলা ভার। সোশাল মিডিয়ায় বেশ প্রচার চালিয়েছিল। করোনার সময় অনেককেই আর্থিকভাবে সাহায্যও করেছিলেন এই অভিনেতা। 

Advertisement
Forbes
  • 4/8

এ বছর সমালোচনায় ছিলেন আলিয়া ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে পরিবারতন্ত্র নিয়ে আলিয়াকে সমালোচিত হতে হয়। 

Forbes
  • 5/8

গায়ক নেহা কক্করও ফোর্বসের এই তালিকায় জায়গা পেয়েছেন এবার। খুব প্রভাবশালী হিসাবেই বিবেচিত হয়েছেন তিনি। এই গায়িকা সম্প্রতি রোহানপ্রীতকে বিয়ে করেছেন। তাদের বিয়ের প্রতিটি ফটো-ভিডিও ভাইরাল হয়েছিল।

Forbes
  • 6/8

এই তালিকায় বলিউডের গ্রীক গড হৃতিক রোশনও জায়গা পেয়েছেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সবভাবেই। আজকের জেনারেশনেও হৃতিক অনুসরণযোগ্য সকলের কাছে। এমন পরিস্থিতিতে রাকেশ-পুত্রের এই তালিকায় নাম থাকা অবাক করে না নেটিজেনদের।

Forbes
  • 7/8

অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজক হিসাবে এ বছর দুর্দান্ত কাজ করেছেন। তাঁর প্রযোজনায় সিরিজ পাতাললোক সবার মন জয় করেছে। 
 

Advertisement
Forbes
  • 8/8

ফোর্বসের এই তালিকায় জ্যাকলিন, শ্রেয়া ঘোষাল, শাহরুখ খান, শাহিদ কাপুর, রণবীর সিং, ক্যাটরিনা কাইফের মতো অনেক বিখ্যাত তারকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement