Advertisement
মনোরঞ্জন

খালি গায়ে শরীরচর্চায় মেতেছেন ভাইজান! ভালোবাসায় ভরালেন ফ্যানেরা

  • 1/9

বরাবরই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন বলিউড সুপারস্টার সলমান খান। সেটি তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই ধরা পড়ে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 2/9

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জিমের একটি ছবি শেয়ার করেছেন বজরঙ্গি ভাইজান। খালি গায়ে অভিনেতার ওয়াসবোর্ড অ্যাবস দেখে নতুন করেই যেন তাঁর প্রেমে পড়লেন ফ্যানেরা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 3/9

জিম থেকে অ্যাপস দেখানো ছবি পোস্ট করার কিছু ঘন্টা পড়েই সামনে এল তাঁর আরও একটি ছবি। হাফ প্যান্ট ও ক্যাজুয়াল টি - শার্ট পরে মাটি কোপাচ্ছেন সলমন। ভাইজানের স্টাইল স্টেটমেন্ট টুপিতে মুখ ঢেকেছে তাঁর। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মাদার আর্থ"। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

Advertisement
  • 4/9

 সেলিব্রেটি ফিটনেস এক্সপার্ট রাকেশ যাদবের সঙ্গে তাঁর বিশেষ শরীরচর্চার ছবিও সামনে এসেছে এরই মধ্যে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 5/9

এর আগে কখনও জিমে তো কখনও অন্য স্টেজে খালি গায়ে সলমানের মাসল দেখে উত্তাল হয়েছেন সলমান প্রেমীরা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 6/9

কিছুদিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন তাঁর ম্যানেজার জর্ডি প্যাটেল। এই নিয়ে মোট চারজন করোনার কবলে পড়েছেন অভিনেতার বাড়িতে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 7/9

এই মুহূর্তে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৪ নিয়ে ব্যস্ত সলমান। গত সপ্তাহে অন্তিম পর্ব দেখা যাবে বিগ বসের। তবে খেলার কিছু পরিবর্তন এসে বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সময়সীমা। শোনা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে শেষ হবে বিগ বসের এই সিজন। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
  • 8/9

লকডাউনের পরবর্তী সময়ে সলমন খান শেষ করেছেন প্রভুদেভা পরিচিত 'রাধে' ছবির শ্যুটিং। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

  • 9/9

অন্যদিকে মহেশ মাঞ্জরেকরের ছবি 'অন্তিম'-র শ্যুটিং এরই মধ্যে শুরু করেছেন বলে খবর। ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁর জামাইবাবু আয়ুশ শর্মাকেও। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement