scorecardresearch
 
Advertisement
বলিউড

করোনার বিরুদ্ধে লড়াইয়ে শাহরুখের বড় সাহায্য, কৃতজ্ঞতা প্রকাশ করলেন সত্যেন্দ্র জৈন

শাহরুখ খান
  • 1/8

করোনার অতিমারীতে দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড সেলিব্রিটিরা। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। অন্যদিকে কিং খানও তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মন জয় করেছে আমজনতার। (ছবি-টুইটার)

শাহরুখ খান
  • 2/8

করোনাকালে শাহরুখ খান বহুবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সর্বত্রের জন্য। শাহরুখ খানকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে টুইট করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। (ছবি-টুইটার)

শাহরুখ খান
  • 3/8

সত্যেন্দ্র জৈন জানিয়েছেন যে, এই কঠিন সময়ে দিল্লিতে ৫০০ টি রেমডেসিভির ইনজেকশন দান করেছেন শাহরুখ খান। তাঁর এই সাহায্য দিল্লিকে করোনার বিরুদ্ধে লড়াই করার অনেক শক্তি দিয়েছে। (ছবি-টুইটার)

Advertisement
শাহরুখ খান
  • 4/8

সত্যেন্দ্র জৈন টুইটে লিখেছেন, ''আমরা শাহরুখ খান এবং মীর ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি দিল্লিকে ৫০০ টি রেমডেসিভির ইনজেকশন দান করেছেন। এই কঠিন সময়ে যখন এটির সবচেয়ে প্রয়োজন ছিল। আমরা এই কঠিন সময়ে আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞ।'' (ছবি-টুইটার)

শাহরুখ খান
  • 5/8

সত্যেন্দ্র জৈনের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে সকলের মুখে শাহরুখের প্রশংসা। (ছবি-টুইটার)

শাহরুখ খান
  • 6/8

শাহরুখ খান এর আগেও করোনার কারণে বহু সহায়তা করেছেন। মহারাষ্ট্রে যখন করোনা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, তখন শাহরুখ তাঁর মুম্বই অফিসকে একটি পৃথক কেন্দ্র হিসাবে গড়ে তোলার আবেদন করেছিলেন। (ছবি-টুইটার)

শাহরুখ খান
  • 7/8

এছাড়াও শাহরুখ ২৫ হাজার পিপিই কিট দান করেছেন। সেই সময়ও, শাহরুখকে মহারাষ্ট্র সরকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানায়। (ছবি-টুইটার)

Advertisement
শাহরুখ খান
  • 8/8

এমনভাবেই শাহরুখ খান এগিয়ে এসেছেন আর্তের স্বার্থে। সাহায্যও করেছেন প্রচুর পরিমাণে। সবসময়ই কিং খান নিজেকে যুক্ত রাখেন সামাজিক কাজকর্মে। তাঁর মীর ফাউন্ডেশন একটানা কাজ করে চলেছে সমাজের স্বার্থে। (ছবি-টুইটার)

Advertisement