Advertisement
মনোরঞ্জন

শেষ হল 'অতরঙ্গি রে' ছবিতে ধনুশের শ্যুট! উদযাপনে টিম

  • 1/9

শেষ হল আনন্দ এল রাই পরিচালিত বলিউড ছবি 'অতরঙ্গি রে'-র শ্যুট ধনুশের শ্যুট। সামনে এল কলাকুশলীদের উদযাপনের ছবি। (ছবি: ইনস্টাগ্রাম)

  • 2/9

শেষদিন সিনে ছিলেন ধনুশ ও সারা আলি খান। কেক কেটে উদযাপন করলেন তাঁরা। (ছবি: ইনস্টাগ্রাম)

  • 3/9

২০১৮ সালে 'জিরো' ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, আনন্দ এল রাই-এর বলিউডে দু'বছর পর কাম ব্যাক এই ছবি দিয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)

Advertisement
  • 4/9

'অতরঙ্গি রে' - ছবিটি একটি মিশ্র সংস্কৃতির প্রেমের গল্প। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। (ছবি: ইনস্টাগ্রাম)

  • 5/9

 মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, সারা আলি খান ও ধনুশ। (ছবি: ইনস্টাগ্রাম)

  • 6/9

চলতি বছরের জানুয়ারি মাসে ছবির ঘোষণা হওয়ার পর মার্চের প্রথম দিকে শুরু হয়েছিল শ্যুটিং। এরপর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় বাকি কাজ। ডিসেম্বরের শুরুতে‌ ফের শুরু হয় শ্যুটিং। অক্ষয় ও সারা সিনগুলির শ্যুট হয়েছে সেই সময়েই। (ছবি: ইনস্টাগ্রাম)
 

  • 7/9

 শোনা যাচ্ছে বিহার, আগ্ৰা ও মধুরাইতে হয়েছে ছবির শ্যুটিং। বিহারের মেয়ে সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা অক্ষয় এবং ধনুশের সঙ্গে রোম্যান্স করতে। (ছবি: ইনস্টাগ্রাম)

Advertisement
  • 8/9

'অতরঙ্গি রে'-র শ্যুটিংয়ের মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছিল খিলাড়ি অভিনেতার শাহজাহান লুক। অভিনেত্রী সারা আলি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অক্ষয়ের ছবি শেয়ার করেছিলেন। যেখানে সামনে এসেছে মুগল সম্রাট শাহজাহানের পোশাকে গোলাপ হাতে আক্কির লুক। (ছবি: ইনস্টাগ্রাম)

  • 9/9

২০২১ সালের ভ্যালেন্টাইন্স ডে- টে মুক্তি পাওয়ার কথা ছিল 'অতরঙ্গি রে'। তবে শ্যুটিং পিছিয়ে যাওয়ার ফলে আপাতত মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)

Advertisement