Advertisement
মনোরঞ্জন

PHOTOS: এত বদলে গেছেন DDLJ-র 'ছুটকি', ছবি ভাইরাল

  • 1/8

বলিউডের আইকনিক ছবি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র ছুটকি-কে মনে আছে? ছবিতে কাজলের বোনের চরিত্র। বেশ গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এটি।

  • 2/8

ছবির প্রত্যেক চরিত্র দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে। রাজ এবং সিমরন তো আছেই। তার সঙ্গে দর্শকদের খুব মনোযোগ আকর্ষণ করেছিল ছুটকি ওরফে রাজেশ্বরী সিং।

  • 3/8

এঁর আসল নাম পুজা রুপারেল। সম্প্রতি সোশাল মিডিয়ায় পূজা-র ট্রান্সফর্মেশন ছবি বেশ ভাইরাল হচ্ছে।

Advertisement
  • 4/8

ফ্যানদের মধ্যে আজও ছুটকি জনপ্রিয় হলেও তার পর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন পূজা।

  • 5/8

অনেকেই হয়তো জানেন না, পূজা অভিনেত্রী সোনাক্ষী সিনহা-র তুতো বোন হন। এক্স: পাস্ট ইজ প্রেজেন্ট, পীলা আধি অক্ষর-এর মতো সিনেমায় অভিনয় করেছএন পূজা। এ ছাড়াও বেশ কিছু অ্যাকশন সিরিজে অভিনয় করেছেন।

  • 6/8

একটি সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, ছবিতে ছুটকি-র চরিত্র যেমন দেখানো হয়েছে আসল জীবনেও তিনি অনেকটা তেমনই। যথেষ্ট হাসি-খুশি থাকতে ভালোবাসেন। খুব মজা করতে পারেন।

  • 7/8

তিনি বলেন, ছুটকির চরিত্র আমার মনের খুব কাছের। ঘরে সকলে আমায় দাদিমা বলে ডাকেন। ছয় বছর বয়স পর্যন্ত বাড়িতে আমি একলাই ছোট বাচ্চা ছিলাম। বড়দের মতো নকল করে কথা বলতাম। ছুটকির চরিত্রেও এ সমস্ত জিনিস দেখা গিয়েছে।

Advertisement
  • 8/8

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-তে শাহরুখ কাজল ছাড়াও অমরিশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, মন্দিরা বেদী, পরমীত শেঠি-সহ আরও অনেক পরিচিত নাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।

Advertisement